মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে ল্যাপটপ এবং নগদ দু’লক্ষাধিক টাকা নিয়ে পালাল তিন দুষ্কৃতী



নিউজ ডেস্ক -  রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি) এজেন্টের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে, মারধর করে, তাঁর কাছে থাকা ল্যাপটপ এবং নগদ দু’লক্ষাধিক টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠল তিন দুষ্কৃতীদের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটি মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত শুকুরপুকুর এলাকায় ঘটেছে। গ্রামবাসীরা তাড়া করায় দুষ্কৃতীরা তাঁদের বাইক ফেলে পালায়। সেই বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হলেও কেউ গ্রেফতার হননি।

সূত্রের খবর, শুকুরপুকুরে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি। সেখানে ব্যাঙ্কিং সংক্রান্ত পরিষেবা পান আশপাশের এলাকার মানুষ। মুক্তাদুর বিশ্বাস শুকুরপুকুরের সিএসপি-র এজেন্ট মঙ্গলবার কাশীপুর থেকে সার্ভিস পয়েন্টে আসছিল। তখন তাঁর সঙ্গে ছিল ল্যাপটপ এবং লক্ষাধিক টাকা। শুকুরপুকুর ঢোকার মুখেই তাঁর পথ আটকায় তিন দু্ষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই করে নেয় মুক্তাদুরের কাছে থাকা ল্যাপটপ ও নগদ টাকা। এর সাথে তাঁকে মারধর করা হয়ে বলে অভিযোগও উঠেছে। দুষ্কৃতীদের মারের জেরে মুখ ফেটে গিয়েছে ওই এজেন্টের। ঘটনা নিয়ে যথেষ্ট আতঙ্কিত তিনি। ঘটনা নিয়ে তিনি বলেছেন, “শুকুরপুকুর ঢোকার আগে আমাকে ঘিরে ধরে। ল্যাপটপ, টাকা নিয়ে নেয়। দুলক্ষের বেশি টাকা ছিল। আমাকে মেরেছে। মুখ ফেটে গিয়েছে। দুষ্কৃতীদের সকলের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। আমি কাউকে চিনতে পারিনি।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছিনতাইয়ের পর দুষ্কৃতীদের তাড়া করেছিলেন গ্রামবাসীরা। সেই তাড়ার মুখে পড়ে বাইক ফেলেই চম্পট দেয় অভিযুক্তরা। অভিযুক্তদের ব্যবহৃত বাইক ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এক স্থানীয় বাসিন্দা বলেছেন, “বাইক ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। তিনজন একটা বাইকে করে এসেছিল।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন