নিউজ ডেস্ক - কেরলে সরকারি মেডিক্যাল কলেজের ভবনের লিফটের মধ্যে থেকে টানা দুই দিন পর উদ্ধার হলেন লিফটে আটকে পরা বছর ৫৯-এর এক প্রৌঢ়। শনিবার থেকে আটকে থাকার পর অবশেষে সোমবার তাকে উদ্ধার করা হয়েছে । কেরলের তিরুববন্তপুরমে এক সরকারি মেডিক্যাল কলেজের ভবনের লিফটে টানা ৪২ ঘণ্টার আটকে থাকার ভয়ানক অভিজ্ঞতা বর্ণনা করেন
৫৯ বছরের প্রৌঢ় রবীন্দ্রন নায়ার।তিনি বলেন যে, লিফটে আটকে পড়ার পর বারংবার অ্যালার্ম বাজিয়েছিলেন। এমনকি লিফট থেকেই হেল্পলাইন নম্বরে একাধিকবার ফোন করেন তিনি। কিন্তু কোনও উত্তর আসেনি। উদ্ধারে এগিয়ে আসেননি কেউ।
সূত্রের খবর , উল্লুরের লেজিসলেটরস হস্টেলের কর্মী রবীন্দ্রন । পিঠের ব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসকদের দেখাতে গিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী শ্রীলেখা ছিলেন ওই হাসপাতালেরই কর্মী। চিকিৎসকের থেকে পরামর্শ গ্রহণের বিষয়ে স্ত্রীয়েরই সাহায্য নিয়েছিলেন তিনি। এক্স-রে হওয়ার পর চিকিৎসককে দেখাতে লিফটে উঠেছিলেন তিনি। ঠিক সেই সময় আটকে পড়েন লিফটের মধ্যে।
সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রৌঢ় জানিয়েছেন, "লিফটের মধ্যে আটকে পড়ে অ্যালার্ম ঘণ্টা বাজিয়েছিলাম। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। লিফটের অপারেটরের সঙ্গে যোগাযোগ করার কোনও উপায়ই ছিল না। ফোন থেকে লিফটের ভিতরে লেখা একাধিক হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলেও কোনও সাড়া শব্দ পাইনি। এরপর আমার ফোনটি পড়ে গিয়ে কাজ করা বন্ধ করে দেয়।"এরপর অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় ছিল না রবীন্দ্রনের কাছে। পরের দিন ছিল রবিবার। আগেই থেকেই ধরে নিয়েছিলেন সোমবারের আগে লিফট থেকে উদ্ধার হওয়ার কোনও সম্ভবনা নেই। শেষ পর্যন্ত দুই দিনের মাথায় উদ্ধার হন তিনি।