নিউজ ডেস্ক : গুরুতর ভাবে আহত মুকুল রায়। মাথায় জমেছে রক্ত।বেশ কিছুদিন ধরে জটিল রোগে আক্রান্ত হওয়ার দরুন রাজনীতি থেকে বেশ দূরত্ব বজায় রেখেছেন তিনি। হঠাৎ করেই বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন তিনি। সরাসরি তাকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে চিকিৎসা করা হচ্ছে। একসময় খবরের চর্চার শিরোনামে ছিলেন মুকুল রায়। এই হেভি ওয়েট নেতার এখন রাজনীতির সাথে সম্পর্ক না থাকলেও খোঁজখবর রাখেন সকলেই। ভোটের সময়ও তার সাথে দেখা করে এসেছে অর্জুন সিং অধীর রঞ্জন চৌধুরী।
Tags
Mukul Roy