SKIN CARE TIPS : বর্ষাতে চর্মরোগ থেকে রক্ষা পেতে কি কি করবেন জেনে নিন



নিউজ ডেস্ক - দীর্ঘ অপেক্ষার পর বর্ষা এলো।কিন্ত বর্ষায় মশাঘটিত রোগ ছাড়াও ত্বকে সংক্রমণের আশঙ্কা থাকে। বৃষ্টির সময় পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পায়, যার ফলে নানা সংক্রমণ হয়। এছাড়া দীর্ঘক্ষণ ভেজা কাপড় পরে থাকলে বা অতিরিক্ত ঘামলেও ত্বকে সংক্রমণ ঘটাতে পারে।যার জন্য চর্মরোগের প্রকোপ বাড়ে।

বর্ষাকালে অনেকক্ষণ পা ভেজা থাকায় ছত্রাক সংক্রমণ হয়। পায়ের ত্বকে চুলকানি ও জ্বালাপোড়া হয়। আঙ্গুলের মাঝে ফোসকা পড়া এবং পায়ের দুর্গন্ধের মতো সমস্যাও ছত্রাক সংক্রমণের কারণ হয়ে দাঁড়াতে পারে। যাঁরা খেলাধূলা করেন, তাঁদের এই সমস্যা বেশি দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, ছত্রাকের সংক্রমণের কারণে ত্বকে লালচে এবং চুলকানি দাগ হয়। এর ফলে ত্বকে গোলাকার দাগ দেখা দেয়, যা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই সংক্রমণ একজন থেকে অন্য ব্যক্তির মধ্যেও ঘটতে পারে। বর্ষাকালে ভেজা ও নোংরা কাপড় পরলে এই সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এর চিকিৎসা আগে থেকে না করলে শরীরের বিভিন্ন অংশে শুরু হবে এবং পরবর্তীতে রোগ সারতে অনেক দেরি হবে।

ছত্রাকজনিত রোগ থেকে কীভাবে রক্ষা পাবেন?

১) ভেজা জুতো পরবেন না।

২) হেয়ারব্রাশ, মোজা বা তোয়ালে অন্য কোনো ব্যক্তিকে দেবেন না।

৩) প্রতিদিন পরিষ্কার মোজা ব্যবহার করবেন।

৪) চুল ভালো করে শ্যাম্পু করে শুকিয়ে নেবেন।

৫) ঢিলেঢালা পোশাক পরবেন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন