নিউজ ডেস্ক - মুড়ি চানাচুর মেখে গ্রাসটা মুখে তোলা মাত্রই উল্টোদিক থেকে ধেয়ে আসা বুলেট ফুঁড়ে যায় মাথা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালনা শহরে স্টেশন সংলগ্ন মধুবন এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাজা। তিনি হুগলির চুঁচু়ড়ার বাসিন্দা কিন্তু কাজের সূত্রে কালনা থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ১০ টা নাগাদ কালনা স্টেশন সংলগ্ন মধুবন এলাকায় একটি গুমটির দোকানে বসেছিলেন রাজা। দোকানের ভিতরেই খাবার খাচ্ছিলেন। তখনই দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় । আর জন্য যাচ্ছে যে, দোকানের ভিতরেই আচমকা ঢুকে পড়ে দুষ্কৃতীরা। রাজা কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি একেবারে রাজার মাথা ফুঁড়ে যায়। স্থানীয় দোকানিরা বলছেন যে, রাজার মাথায় গুলি করার পর শূন্যে গুলি চালাতে চালাতে দুষ্কৃতীরা বাইকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
সূত্রের খবর, কালনার বাসিন্দা স্বপন মাঝির চায়ের গুমটিতে গত তিন মাস ধরে কাজ করতেন রাজা। পুলিশ প্রাথমিক অনুমান, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।