নিউজ ডেস্ক : ২০২৪ এর সমস্ত রকম মান-অভিমান কাটিয়ে অবশেষে বরানগর উপনির্বাচনে মনোনীত হয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। ভোটের আগের প্রচারে এক ইঞ্চিও জমি ছাড়েনি। বেশিরভাগ সময়টা তিনি প্রচারেই কাটিয়েছেন। অবশেষে বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপি প্রার্থী সজল ঘোষ কে হারিয়ে বরানগরে জয়ী হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।এই জয়ের পথ ছিল অত্যন্ত দুর্লভ। কিন্তু জয়ের পরেও তার লড়াই থেমে থাকে নি।
শপথ গ্রহণ নিয়েই শুরু হয়েছে জটিলতা। তবে সেই জটিলতার জট আস্তে আস্তে ছাড়ছে। সদ্য নির্বাচিত এই তারকা বিধায়ক ছবি শেয়ার করেছে সেটিকে কেন্দ্র করেই জল্পনার জট খুলে গেছে। ছবিটিতে পা ফুলে রীতিমত কলা গাছ হয়ে গেছে। প্রথম ছবিটিতে ছিল তার পা ফুলে যাওয়ার আর দ্বিতীয়টিতে ছিল শংসাপত্র হাতে নিয়ে হাসিমুখের ছবি। ছবি প্রসঙ্গে সায়ন্তিকা জানান, ‘প্রচুর হেঁটে হেঁটে পা ফুলে গিয়েছিল। কষ্ট করেছি বলেই কেষ্ট মিলেছে। অনেকেই ভাবেন অভিনেত্রী বলে মানুষের কাজ করতে অপারগ। কিন্তু বরানগরের মেয়ে হয়ে উঠতে লড়াই করতে হয়েছে আমাকেও।