সেখ আব্দুল আজিম , হুগলি : মল্লিক টনচ এন্ড জুয়েলার্স কয়েক বছর ধরে মশাটের আশ্রম গলিতে সততার সাথে ব্যবসা করে চলেছেন প্রোপাইটার ফারাজুল মল্লিক । প্রসঙ্গত মল্লিক টনচ এন্ড জুয়েলার্সের সোনা টেস্টিং এন্ড রিফাইন এছাড়া ১৮ এবং ২২ ক্যারেট হলমার্ক যুক্ত আধুনিক ডিজাইনের হালকা ভারী আপনার মনের মত গহনা যেমন পাবেন অপরদিকে রুপার গহনা ও আপনি পাবেন নিত্য নতুন ডিজাইনের ।এছাড়া আপনার মনের মত গহনা অর্ডার দিতে পারবেন।৩ রা জুলাই বুধবার ২০২৪ মল্লিক টনচ এন্ড জুয়েলার্সের শুভ সূচনা হলো শিয়াখালায় সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের কাছাকাছি। নতুন দোকান প্রসঙ্গে ফারাজুল মল্লিক সাংবাদিদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন।
প্রসঙ্গত সোনার দাম আকাশ ছোঁয়া সাধারণ মানুষের হাঁসফাঁস সেই জন্যই এই দোকানে বিদেশি মেশিনে্ টনঢ করা হয় সোনার গহনা যা আপনার ঠকবার কোন গল্প নেই। প্রোপাইটার ফারাজুল মল্লিক সাংবাদিদের জানালেন তার ভাই তাহাজুল মল্লিক শিয়াখালার নতুন দোকানে পরিচালনা করবেন।সি সি টিভি এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশ তরফে নির্দেশিত যাবতীয় গ্রাহক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দোকান মালিক কর্তৃপক্ষের তরফে।
Tags
শিয়াখালা