নিউজ ডেস্ক - এক টোটো চালকের দগ্ধ দেহ উদ্ধার হল রাজ্য সড়কের উপর থেকে। পুলিশ সূত্রের খবর ,শুক্রবার গভীর রাতে বাঁকুড়ার ইন্দাস থানার রোল বকুলতলা এলাকা থেকে মাধব দে নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে খবর,রাত আটটা নাগাদ পেশায় টোটো চালক মাধব দে, ইন্দাস থানার রোল বকুলতলা এলাকায় গিয়েছিলেন। কিন্তু তারপর আর বাড়ি ফিরে আসেননি। বাড়িতে চিন্তা করার সাথে সাথে অপেক্ষাও চলছিল। আর এরইমাঝে রাত ১টা নাগাদ এক প্রতিবেশীর ফোন আসে বাড়িতে। তিনিই মাধবের দগ্ধ দেহ উদ্ধারের খবর দেন।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান পরিবারের লোকজন। কিন্তু পুলিশ ততক্ষণে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে চলে যায়। সেখানে পরিবারের লোকজন গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যদের সকলের একটাই দাবি করছেন যে, মাধবকে প্রথমে খুন করা হয়েছে। তারপর তাঁকে পুড়িয়ে দিয়েছে দুস্কৃতীরা। তবে কে বা কারা এবং কেন এ কাজ করল তা নিয়ে রয়েছে সন্দেহ। ইতিমধ্যে এলাকায় খোঁজ-খবর শুরু করেছে পুলিশ। খুন করা হলেও তার পিছনে কী কারণ রয়েছে নাকি অন্য কোনও কারণে মৃত্যু এইসব প্রশ্নের উত্তর খুঁজে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদেরও।