নিউজ ডেস্ক - গত ২৭ জুলাই ভোরের দিকে কেঁদোদ্বীপের কাছে মাছ ধরতে গিয়ে উত্তাল সমুদ্রের ঢেউয়ে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ এক মৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন উপকূলরক্ষী বাহিনী।
স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন যে, নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবী গোপাল মণ্ডল সুন্দরবন উপকূল থানার ঝড়খালির বাসিন্দা। গত ২৬ জুলাই কুলতলির সানকিজাহান ঘাট থেকে একটি ট্রলার রওনা হয়েছিল। ট্রলারে মোট ১৫ জন মৎস্যজীবী ছিলেন। ওই দিন কেঁদোদ্বীপের কাছে ইলিশ ধরছিলেন ট্রলারের মৎস্যজীবীরা। সেই সময়ে সাগরের উত্তাল ঢেউয়ে ট্রলার থেকে ছিটকে জলে পড়ে গিয়েছিলেন ট্রলারের চার জন মৎস্যজীবী।এরপর দ্রুত আশপাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবী উদ্ধারকাজে নামেন। জলে পড়ে যাওয়া তিন জন মৎস্যজীবীকে উদ্ধার করা গেলেও, মুহূর্তের মধ্যেই সমুদ্রে তলিয়ে যান এক জন। দীর্ঘ ক্ষণ তাঁকে উদ্ধার করার চেষ্টা চালালেও ব্যর্থ হন মৎস্যজীবীরা। এর পরেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূল রক্ষী বাহিনী ও প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি।তারা এরপর ওই মৎস্যজীবীকে খুঁজতে তৎপর হন।