নিজস্ব সংবাদদাতা, হুগলি : হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে আজ সিঙ্গুর থানার কামারকুন্ডু পুলিশ সুপারের দপ্তর থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হলো 110 জন উপভোক্তাদের ।
হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে 'ফিরে পাওয়া' নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মধ্য দিয় জেলা সহ অন্যান্য জেলার উপভোক্তাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। উপভোক্তাদের হাতে মোবাইল ফোন তুলে দিলেন হুগলি গ্রামীণ সুপার কামনাশী সেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী।
প্রিয়ব্রত বক্সী বলেন, 'জেলার স্পেশাল অপারেশন গ্রূপ চুরি যাওয়া, হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে। মোট উদ্ধার হয়েছে মোবাইল 160 টি। যার বাজার মূল্য 16 লক্ষ টাকা। আজকে যে 110 টি মোবাইল দেয়া হলো তার বাজার মূল্য 13 লক্ষ 65 হাজার টাকা। এই হারিয়ে যাওয়া মোবাইল আগামী দিনে ফিরিয়ে দেওয়ার কাজ চলবে।'
পাশাপাশি দু'বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি উপভোক্তারা। প্রায় আশাই ছেড়ে দিয়েছিল মোবাইল ফোন ফেরত পাওয়া যেতে পারে। এখনো পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের উপর আস্থা ও ভরসা আছে।