FIRE : হঠাৎ গ্যাস লিক করে লাগা আগুনে অগ্নিদগ্ধ এক মহিলাসহ চার জন

 

নিউজ ডেস্ক - পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার বনপাশ-বেলাড়ী গ্রামে গ্যাস লিক করে আগুন জ্বলে গিয়ে অগ্নিদগ্ধ এক মহিলা সহ চার জন। বর্তমানে তাঁরা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। 

সূত্রের খবর, ওই রাইসমিলে প্রতিদিনের মতো চা করতে যান রাঁধুনী। ওভেন অন করতেই গ্যাস লিক করছে বুঝতে পেরে তিনি রাইসমিলেরই কয়েকজনকে ডাকেন। তাঁরা এসে সামান্য লিক বলে গুরুত্ব দেননি। এরপর চা বানাতে গিয়ে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনায় অগ্নিদগ্ধ হন ৪ জন। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এইপ্রসঙ্গে, রাইসমিলে কর্মচারী রিপন মোল্লা জানিয়েছেন, “সকালে রান্না করতে গিয়ে ঝর্ণা কুন্ডু অনুভব করেন। গ্যাস লিক হয়েছে বুঝতে পারেন। হঠাৎই দুর্ঘটনা ঘটে যায়। আমরা সকলে ছুটে যাই সেখানে। উদ্ধার করি তাদের।” রাইসমিলের মালিক দিলীপ কুমার সাউ জানান,"মিলের সহকর্মীরাই মহিলাকে চা করে দিতে অনুরোধ করেন। এর পরেই দুর্ঘটনা ঘটে। মিলে অগ্নিনির্বাপক যন্ত্র আছে। তবে কর্মীদের মেসের জন্য জায়গা কম। ভবিষ্যতে এরকম যাতে না ঘটে তা খেয়াল রাখব।"

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন