নিউজ ডেস্ক - আজ বাংলার সেরা ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। আজ ভারতীয় ক্রিকেটকে। বছরের অনেকটা সময় ছুটি কাটাতে তিনি লন্ডনে থাকেন। এই বারও জন্মদিন কাটছেন লন্ডনেই। ক্রিকেট মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে একেবারে অন্য মেজাজে। ভারতীয় ক্রিকেটে আগ্রাসনের আগমন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। একটা সময় অবধি ভারতীয় ক্রিকেটে প্রচলিত কথা ছিল, দেশে বাঘ-বিদেশে বেড়াল। সৌরভের নেতৃত্বে সেই প্রবাদ ভুল প্রমাণ করে দিয়েছিল টিম ইন্ডিয়া। আজ ভারতীয় ক্রিকেটের "দাদা" সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে খেলার মাঠে সিরিয়াস মুডেই বেশি দেখা যায়। দীর্ঘ সময় ধরে তিনি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ক্রিকেটার এবং প্রশাসক দাদা এখন 'প্রাক্তন'। তিনি এখন পরিবারকে বেশি সময় দিচ্ছেন। মাঝ রাতে জন্মদিনের কেক কেটে সেলিব্রেশন করেন। কন্যা সানা গঙ্গোপাধ্যায় লন্ডনের রাস্তায় তাঁর বাবাকে ডান্স করালেন। বাবা-মেয়ে জুটিতে পুরা লন্ডন ঠুমকদা গানে জমিয়ে নাচলেন। ৫২ বছরে পা রাখলেন প্রিন্স অব কলকাতা।