ট্রেন চলাচল ব্যাহত, দুর্ভোগ যাত্রীদের

 



নিউজ ডেস্ক - সোমবার বিকাল পাঁচটা নাগাদ বড়গাছিয়া স্টেশনে কাছে রেলের ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ায় দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল।অফিস যাত্রীদের বাড়ি ফেরার সময় এই ঘটনাটি ঘটায় দুর্ভোগে সাধারণ মানুষ।অন্যদিকে আবার টিকিয়াপাড়া স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। যথা সময়ে ট্রেন না মেলায় ক্ষোভে প্রকাশ করেন যাত্রীরা।

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানালেন যে, এই ঘটনা জেরে ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলের টাওয়ার ভ্যান এলাকায় পৌঁছানোর পর ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। এক যাত্রী বলেন, “শুনলাম ট্রেনের তার কেটে গিয়েছে। এক ঘণ্টা হতে চলল ট্রেন দাঁড়িয়ে।”

এই দিকে, নির্দিষ্ট সময়ে ট্রেন না পেয়ে বিক্ষোভ শুরু করেন টিকিয়াপাড়া স্টেশনে। কার্যত রেল লাইনে বসে পড়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঠিক সময়ে ট্রেন পাওয়া যায় না। পেলেও দেরীতে চলে ট্রেন। আজও টিকিয়াপাড়ায় ফেরার ট্রেন না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবরোধ করেন যাত্রীরা। বন্ধ ছিল ওই শাখায় ট্রেন পরিষেবা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন