নিউজ ডেস্ক - মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ১৬-১০ স্কোরে দ্বিতীয় পদক জয় ভারতের ।এইবারে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত।আর দ্বিতীয় পদকটিও পেলেন মনু ভাকের। ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতল ভারত। মনুর সঙ্গে ব্রোঞ্জ সরবজ্যোৎ সিংহেরও।
গত রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু। একই অলিম্পিক্সে দু’টি পদক জয়ের ইতিহাস গড়লেন তিনি। এর আগে ভারতের সুশীল কুমার এবং পিভি সিন্ধুর অলিম্পিক্সে দু’টি পদক জয়ের নজির ছিল। কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেননি তাঁরা। আর সেই কাজটাই করে দেখালেন মনু।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজ়ে পয়েন্ট হারিয়েছিল ভারত। কিন্তু এরপরের চারটি সিরিজ়ে জিতে এগিয়ে যান মনুরা। কিন্তু কোরিয়া আবার তাদের লড়াই শুরু করে। যদিও ভারতকে টপকে এগিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত ১৬-১০ স্কোরে ব্রোঞ্জ জিতে নেন মনুরা।
ভারত দ্বিতীয় পদক জেতার পরই শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনু ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার পর তাঁকে ফোন করেছিলেন মোদী। এরপর মঙ্গলবার সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের শুটারেরা আবার দেশকে গর্বিত করল। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য শুভেচ্ছা মনু ভাকের এবং সরবজ্যোৎ সিংহকে। দু’জনেই দুর্দান্ত প্রতিভা দেখিয়েছে। ভারত তোমাদের নিয়ে আনন্দিত। মনু পর পর দু’টি পদক জিতল। খুব ভাল ধারাবাহিকতা দেখাল ও।”