ফুরফুরা: স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়তে উলামায়ে বাংলার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গল ফুরফুরা শরীফে, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সহ ওবিসি সংরক্ষণ পুনর্বহালের দাবি অনুষ্ঠান মঞ্চ থেকে

সেখ আব্দুল আজিম, ফুরফুরা: শতবর্ষ প্রাচীন স্বেচ্ছাসেবী সংগঠন ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলার উদ্যোগে, ফুরফুরা শরীফের পীর সাহেব ও পীরজাদা দের উপস্থিতিতে হাজী সাহেব ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং ওবিসি সংরক্ষণ পুনর্বহালের দাবি অনুষ্ঠান সম্পন্ন হল রবিবার।


প্রতি বছরের মতো এই বছরেও ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলার উদ্যোগে নব হাজী সাহেবদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা দেওয়া হয় ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের মাজার শরীফের সন্মুখে অবস্থিত জমিয়তে উলামায়ে বাংলার কেন্দ্রীয় কার্যালয় থেকে। পাশাপাশি এবছর বিভিন্ন জেলা থেকে আগত ২৫০ জন হাজী সাহেবকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বহু হাজী সাহেব আলেম ওলামা জ্ঞানী  বুদ্ধিজীবী শিক্ষাবিদরা‌ও  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দাদা হুজুরের কর্ম জীবনের পাশাপাশি জমিয়তে উলামায়ে বাংলার কর্মসূচি ও আগামী দিনের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। নিজ নিজ এলাকায় শিক্ষার প্রচার প্রসারের আহ্বান জানান হয় উপস্থিত দর্শকদের। দাদা হুজুরের প্রতিষ্ঠিত ১০০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী সংগঠনের হুগলী জেলা শাখার দায়িত্ব দেওয়া হয় ফুরফুরা শরীফের পীরজাদা তথা দাদা হুজুরের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফের পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকীকে।  ২০২৪ সালের হাজী সাহেব সংর্বধনা অনুষ্ঠানটি জমিয়তে রাজ্য সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।


 এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, জমিয়তে উলামায়ে বাংলার দীর্ঘ দিনের শুভাকাঙ্ক্ষী তথা বাদুরিয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম (দিলু)। এদিন এই মঞ্চ থেকেই রাজ্য সন্মেলনে ঘোষণা করা হয়, সেই সঙ্গে নতুন করে জেলা কমিটি গঠন করার ঘোষণা‌ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক ও সঞ্চালন SE মামুন।





 



Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন