WEST BENGAL : রাস্তা মেরামতের দাবিতে পশ্চিম মেদিনীপুরের আমপুর গ্রামের গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ


নিউজ ডেস্ক - পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার তিন নম্বর আমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা মেরামতের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভে শুরু করলেন গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ পর্যন্ত বন্ধ থাকল গ্রাম পঞ্চায়েত দফতর। বিক্ষোভ তুলতে এসে তিন কিলোমিটার রাস্তা পর্যবেক্ষণ করলেন আনন্দপুর থানার ওসি দয়াময় মাঝি। 

সূত্রের খবর, এই গ্রাম পঞ্চায়েতের আসকান্দা থেকে টুকুরিয়া পাঠ স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই অবস্থা খারাপ। কিছুদিন আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাস্তার কাজ শুরু হলেও মাঝপথে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। তারপরেও প্রায় এক কিলোমিটারেরও বেশি কাদা মাটির রাস্তা।

গ্রামের বাসিন্দাদের দাবি করছেন যে , একাধিকবার প্রশাসনকে বছর পর বছর জানানোও হলেও রাস্তা মেরামতের কোনও উদ্যোগেই নেয়নি প্রশাসন।  কোনও উপায় না দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করেন তারা। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভের জেরে অবরুদ্ধ গ্রাম পঞ্চায়েতের পরিষেবা। তবে এই বিক্ষোভ যে যুক্তিসঙ্গত, তা স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।

এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপদ পাখিরার বক্তব্য, "রাস্তার কাজ অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। সত্যিই সমস্যা হচ্ছে সকলের। এটা একটা গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা। আড়াই কিলোমিটার রাস্তা অসম্পূর্ণ। এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হচ্ছিল। চার বছর ধরে রাস্তার এই অবস্থা। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, সঙ্গত কারণেই করছেন।"

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন