নিউজ ডেস্ক - ভোরের আলো সদ্য ফোটার সময়ে দু’একজন করে এলাকাবাসী হাঁটাচলা শুরু করেছেন। সেই সময় একটা বিদঘুটে গন্ধ নাকে আসছিল। অতি উৎসাহের সঙ্গে কেউ-কেউ সেখানে যেতেই কার্যত অবাক হয়ে গিয়েছেন। পড়ে রয়েছে একটা দেহ। তা নারী না পুরুষ বোঝা যাচ্ছে না। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। তারাই এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় ঘটেছে বারুইপুর থানার বেগমপুর এলাকার ঘটনা।
সূত্রের খবর, এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকালে কাজে যাচ্ছিলেন। খালের পাশে জঙ্গল থেকে বিশ্রী গন্ধ পান। এরপর দেহের খোঁজ মেলে। তারপর সেই খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাইরে থেকে নিয়ে এসে এই নির্জন এলাকায় দেহটি কেউ ফেলে গিয়েছে। দেহের বেশীরভাগ অংশতেই পচন ধরেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। সেই সঙ্গে এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহটি বেশ কয়েকদিন আগেই ফেলে যাওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ।
সুজয় হালদার নামে স্থানীয় বাসিন্দা জানালেন, “আগে দেখেছিলাম একবার ওনাকে। তবে আজ এভাবে খালের ধার থেকে বডি পাওয়া যাবে বুঝিনি।”