নিউজ ডেস্ক - মঙ্গলবার ভোরবেলা কেরলে কাদাপাথরের ধসে চাপা পড়ে অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আবার স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, ধ্বংসস্তূপের নীচে শতাধিক মানুষ আটকে রয়েছেন। ভারী বৃষ্টির জন্য বার বার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে দ্রুততা আনতে ডেকে পাঠানো হয়েছে সেনাবাহিনীকেও।
প্রাথমিক ভাবে খবর, মঙ্গলবার ভোর ৩টে নাগাদ ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ধস নামে। আবার ভোর ৪টে ১০ মিনিটে আরও একটি জায়গায় ধস নামার খবর পাওয়া যায়। তৎক্ষণাৎ রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। মঙ্গলবার সকালে কেরলের রাজস্বমন্ত্রী কে রাজন, আট জনের মৃত্যুর কথা জানলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকতে নিহতদের সংখ্যা। ভারী বৃষ্টি এবং ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাই এবং চুরাল মালা এবং নুলপুঝা এলাকা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, ধসের কারণে মৃত্যু হয়েছে এক বছরের এক শিশুরও। মেপ্পাডি এলাকার একটি হাসপাতালে ১৬ জন আহতদের চিকিৎসা চলছে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১০০ জন মানুষ ধ্বংসস্তূপে আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে।
Tags
India