একই দিনে সিজার হওয়া পাঁচ প্রসূতির শারীরিক অবস্থা সংকট জনক! চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে

নিউজ ডেস্ক : ইমামবাড়া হাসপাতাল সূত্রে খবর গত সোমবার হাসপাতালে পাঁচ জন প্রসূতি সিজারের পর সন্তানের জন্ম দেন। অভিযোগ তার কয়েক ঘণ্টা পর থেকেই পাঁচজনই অসুস্থ বোধ করেন। সকলকেই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। পাশাপাশি পাঁচ শিশুকে এস এন সি ইউ তে স্থানান্তরিত করানো হয়। মঙ্গলবার রাতে দুই প্রসূতি মাকে হাসপাতাল কর্তৃপক্ষ আই সি ইউ এ্যাম্বুলেসে করে আর জি কর হাসাপাতালে স্থানান্তরিত করে।প্রসূতিদের পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই ওই দুই মাকে কলকাতায় পাঠায়। সিজারে গাফিলতি রয়েছে কিনা এনিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে বাকি প্রসূতির পরিবারের। বর্তমানে তিন প্রসূতি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন।

জেলা স্বাস্থ্য দফতর এই ঘটনায় নড়েচরে বসে।জেলার স্বাস্থ্য আধিকারীকরা হাসপাতালে গিয়ে চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মিদের সঙ্গে কথা বলেন।হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর বলেন, কি থেকে এমনটা হল, তানিয়ে আমরাও চিন্তিত।আমরা তদন্ত করছি।মায়েদের কিডনির সংক্রান্ত সমস্যা দেখা দেয়।সেটা প্রেশার বারা কমা থেকে হতে পারে।এখানে ওষুধপত্র দেওয়াতেও খুব একটা কাজ না হওয়ায় দুজনকে আরজি কর হাসপাতালে পাঠাতে হয়েছে।সিসিইউ তে থাকায় পরিবারের সদস্যরা ভয় পেতে পারেন তবে প্রসূতিরা সুস্থ হয়ে বেরিয়ে আসবে আশা করা যায়।প্রসূতিদের আত্মীয় নিসার আলি, সেখ ভুলান'রা বলেন,হাসপাতালে ভর্তি করে ভুল করেছি।কি থেকে কি হল কিছুই বুঝতে পারছি না।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন