OLYMPICS : ফের পদক জয়ের সামনে মনু ভাকের , জেনেনিন আজকের সূচি

 


নিউজ ডেস্ক - অলিম্পিক্সে প্রথম পদক জয়ী মনু ভাকের আজ সরবজ্যোৎ সিংহকে নিয়ে ১০ মিটার এয়ার পিস্তলের ব্রোঞ্জ পদক ম্যাচে লড়বেন । হকিতে ভারতের সামনে আজ রয়েছে আয়ারল্যান্ড। 

এক নজরে জেনেনিন আজকের খেলার কর্মসূচি

১.শুটিং

রাজেশ্বরী কুমারী, শ্রেয়সী সিংহ, ট্র্যাপ (দুপুর ১২:৩০)

মনু ভাকের-সরবজ্যোৎ সিংহ, ১০ মিটার এয়ার পিস্তল দলগত ব্রোঞ্জ পদক ম্যাচ (দুপুর ১টা)

২.হকি

ভারত-আয়ারল্যান্ড (বিকেল ৪:৪৫)

৩.টেবিল টেনিস

মণিকা বাত্রা, শ্রীজা আকুলা (দুপুর ১:৩০)

৪.রোয়িং

বলরাজ পানওয়ার, সিঙ্গল স্কালস কোয়ার্টার ফাইনাল (দুপুর ১:৪০)

৫.তিরন্দাজি

ধীরাজ বোম্মাদেভারা (রাত ৯:১৫)

অঙ্কিতা ভকত (বিকেল ৫:১৪), ভজন কউর (বিকেল ৫:২৭)

৬.ব্যাডমিন্টন

সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি (বিকেল ৫:৩০), তানিশা ক্রাস্তো-অশ্বিনী পোনাপ্পা (সন্ধ্যা ৬:২০)

৭.বক্সিং

অমিত পাঙ্ঘাল (সন্ধ্যা ৭:১৬)

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন