নিউজ ডেস্ক : আবারও বড়ো রেল দুর্ঘটনা! আর এই দুর্ঘটনার কবলে পড়লো 12810 হাওড়া - মুম্বাই মেল। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছেই লাইনচ্যুত হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস (HOWRAH - MUMBAI CSMT EXPRESS). এই দুর্ঘটনায় প্রায় 18 টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রায় 6-7 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে আশঙ্কা করা যাচ্ছে যে, আহতের সংখ্যা আরো বাড়তে পারে। যদিও ইতিমধ্যেই চক্রধরপুর থেকে একটি রিলিফ ট্রেন পাঠানোর কথা আছে। এছাড়াও অ্যাম্বুলেন্স এসে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে।
প্রশ্ন উঠছে কিভাবে ঘটলো এই রেল দুর্ঘটনা? সূত্রের খবর, মুম্বাই মেল ধোকার আগে একটি বেলাইন হওয়া মালগাড়ির কয়েকটি বগি রেললাইনে পড়ে ছিল। সেই বগিগুলির সাথে সংঘর্ষের ফলেই লাইনচ্যুত হয়ে যায় মুম্বাইগামী এই ট্রেন। জানা যাচ্ছে যে এই দুর্ঘটনার ফলে ট্রেনের প্রায় ১৮টি কামরা লাইনচ্যুত হয়ে যায়।
তবে ঠিক কি কারনে ঘটল এমন ঘটনা তা খতিয়ে দেখছে রেল। উল্লেখ্য যে, গত কিছু মাস ধরেই প্রায় শোনা যাচ্ছে রেল দুর্ঘটনার কথা। তাতেও পাল্টাচ্ছেনা চিত্র। কিন্তু মুম্বাই যাওয়ার লাইনে এমন দুর্ঘটনার ফলে চিন্তিত বহু মানুষ।