#BREAKING : নেপালে ভেঙে পড়ল বিমান , মৃত্যু কমপক্ষে ১৮ জনের বলে অনুমান

 

নিউজ ডেস্ক - বুধবার নেপালের কাঠমাণ্ডুতে টেক অফের সময়ই  যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। জানা যাচ্ছে, মোট ১৯ জন যাত্রী ছিল বিমানে। দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে।এখনও পর্যন্ত ৫ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে।

সূত্রের খবর,  ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে কাঠমাণ্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি।আর টেক অফের সময়ই মুখ থুবড়ে ভেঙে পড়ে বিমানটি। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। বিমানটি শৌর্য্য এয়ারলাইন্সের ছিল বলে সূত্রের খবর।

বিমানবন্দর সূত্রে জানা খবর, এই দিন সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে অনুমান, রানওয়ে থেকে স্কিড করে গিয়েছিল বিমানের চাকা। টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।কাঠমাণ্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র দিনেশ রাজ ময়নালি জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন