নিউজ ডেস্ক - বুধবার নেপালের কাঠমাণ্ডুতে টেক অফের সময়ই যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। জানা যাচ্ছে, মোট ১৯ জন যাত্রী ছিল বিমানে। দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে।এখনও পর্যন্ত ৫ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে।
সূত্রের খবর, ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে কাঠমাণ্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি।আর টেক অফের সময়ই মুখ থুবড়ে ভেঙে পড়ে বিমানটি। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। বিমানটি শৌর্য্য এয়ারলাইন্সের ছিল বলে সূত্রের খবর।
বিমানবন্দর সূত্রে জানা খবর, এই দিন সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে অনুমান, রানওয়ে থেকে স্কিড করে গিয়েছিল বিমানের চাকা। টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।কাঠমাণ্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র দিনেশ রাজ ময়নালি জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।