নিউজ ডেস্ক - মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। যেখানে ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, এক্স-রে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জারে কমানো হচ্ছে শুল্ক। এর সাথে লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে কর। লোকসভা নির্বাচনের জন্য চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। এইবারের বাজেট পেশে ৯টি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে ৷ যাতে শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামো রয়েছে। বাজেটে বিশেষ নজর দেওয়া হচ্ছে গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে ৷ মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে সোমবার নির্মলা আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছিলেন। অর্থমন্ত্রী জানিয়েছেন যে, দ্রব্যমূল্য বৃদ্ধিও নিয়ন্ত্রিত হয়েছে।
কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি প্রকল্প আনা হচ্ছে বলেই ঘোষণা বাজেটে। যেখানে দেওয়া হবে ইনসেনটিভও।এর সাথে ইপিএফও-র ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন চাকরিতে যোগ দেওয়া সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন।