নিউজ ডেস্ক - নরেন্দ্র মোদীর আমলে চালু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রাম এবং শহর এলাকায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের পাকা ঘরের ব্যবস্থা করা। আর সেই খাতে ২.২ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা বাজেট বক্তৃতায় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল আগামী পাঁচ বছরে গ্রামীণ এবং শহর এলাকায় ২ কোটি গরীব ও মধ্যবিত্তদের জন্য তিন কোটি মতো বাড়ি বানানো।সেই সব বাড়ি তৈরি করতে যাতে সহজে লোন মেলে, তার জন্য আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই এই বাজেট বরাদ্দ করা হয়েছে।
মোদী সরকারের এই ৩.০ বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে দেশের পূর্বাঞ্চলের উন্নয়নে পূর্বোদয় প্রকল্পে। এই প্রকল্পে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গও।গত কয়েক বছরের দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মধ্যবিত্তের পাকা বাড়ির স্বপ্নপূরণ করেছে এই যোজনা। আগামী দিনেও এই সরকারি সহায়তা প্রচুর মানুষের নিজের বাড়ি তৈরির স্বপ্নকে সত্যি করবে।