নিউজ ডেস্ক - ফের অপহরণের চেষ্টা। স্কুলের সামনে দিয়ে একাই যাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী কিন্তু আশপাশে কিছুটা দূরে বন্ধুরাও ছিল। স্কুলের বাইরে কয়েকজন অভিভাবকও উপস্থিত ছিলেন। সেই সময়ে ওই ছাত্রীর সামনে হেলমেট পড়া এক যুবক এসে বাইক দাঁড় করায়।
অভিযোগ,এরপর আচমকাই ছাত্রীকে হাত ধরে বাইকে টেনে তোলার চেষ্টা করেন সেই যুবক। ঘটনাটি দেখে ছুটে আসেন স্থানীয় দোকানি ও উপস্থিত অভিভাবকরা। স্কুলের সামনে থেকে এক নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগের দায় ওই যুবককে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন। এরপরেই অভিযুক্তকে গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। মারাত্মক আহত হন ওই যুবক।পরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ক্যানিংয়ের দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকার দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের সামনে ঘটে ।
পরে খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। অপহরণকারী যুবকের নাম তাপস মাপা, তার বাড়ি নামখানা ব্লকের মন্মথনগর গ্রামে। অভিযুক্ত যুবকের দাবি, তিনি চোর নন। তাঁর বক্তব্য যে, ওই ছাত্রীই নাকি তাঁর কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। বাইকে কিছুটা এগিয়ে দিতে বলেছিল বলে দাবি ওই যুবকের। সেটা করতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন। ক্যানিং থানার পুলিশ তাপসকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আজ, মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। এই ঘটনার পর সোমবার রাতেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা।