নিজস্ব সংবাদদাতা: প্রতিদিনই একের পর এক দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে চলেছে। গত শনিবার ক্রেতা সেজে সোনার দোকানে আবারো ডাকাতি। ঘটনাটি ঘটেছে বেগমপুর এর একটি সোনার দোকানে। কিন্তু এবার চুরির পদ্ধতি ছিল অন্যরকম। আর এই চুরির করার পদ্ধতিকে কেন্দ্র করে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশের কপালেও। সিসি টিভির মাধ্যমে মিলেছে কিছু সূত্র। সেই সূত্র মারফতি তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তবে সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে তারা হিন্দি ভাষায় কথা বলছিল। পাশাপাশি দোকানের মালিক দাবি করছে দুষ্কৃতিদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল।
উল্লেখ্য বিষয়টি কে কেন্দ্র করেই আজ SDPO চণ্ডীতলা স্যারের উপস্থিতিতে চণ্ডীতলা পিএসের অধীনে জুয়েলারি দোকানের মালিকদের সাথে পিএস ক্যাম্পাসে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জুয়েলারি দোকানের এস.ও.পি, সাম্প্রতিক অপরাধের প্রবণতা এবং নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় I
Tags:
Chanditala