Chanditala: সোনার দোকানের পর এবার ফাঁকা বাড়িতে চুরি নবাবপুরে! এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

 সেখ আব্দুল আজিম, হুগলি : সোনার দোকানে ডাকাতির পর এবার ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ডাকাতির ঘটনা ঘটলো হুগলিতে। একই পরিবারের পরপর দুটি ঘরে জানালার রড ভেঙ্গে ঢুকে নগদ টাকা সহ বেশ কয়েক ভরি সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুঃসাহসিক এই ডাকাতির ঘটনা ঘটেছে হুগলির চন্ডীতলায়। 


জানা যায় হুগলির চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পটল পুকুর এলাকার একই পরিবারের দুটি ঘরে ডাকাতির ঘটনা ঘটে। সেই সময় বাড়িতে কেউ না থাকায় জানালার রড ভেঙে ঘরের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। দুটি ঘরের দুটি আলমারি ভেঙে কয়েক ভরি সোনার গহনা সহ কিছু রুপোর গহনা নগদ কুড়ি হাজার টাকা একটি পুরাতন মোবাইল ও তার বক্স এবং পরিবারের জামাকাপড় চুরি হয়েছে বলে অভিযোগ। 

ওই বাড়ির বাসিন্দা জেসমিনা, বিবি জানালেন ,তার স্বামী আকবর আলী মোল্লা পশ্চিমবঙ্গের বাইরে সোনা পালিশের কাজ করেন। গত শনিবার তিনি এক আত্মীয়র বাড়িতে বিবাহ অনুষ্ঠানে যান। গতকাল রাত্রে এসে ঘরের পরিস্থিতি দেখে চক্ষু চরক গাছ। 


মঙ্গলবার খবর দেওয়া হয় চন্ডীতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্ডীতলা থানার পুলিশ। সমস্ত  ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে চন্ডীতলা থানার পুলিশ ।

আকস্মিক ডাকাতির ঘটনায় ভেঙে পড়েছেন জেসমিনা বিবি। তিনি বলেন,মেয়েটা বড় হচ্ছে খেয়ে না খেয়ে আমার বিয়ের গয়না গুলো রেখেছিলাম আজ আমি হতাশ ছেলে মেয়ের বাপের সামান্য রোজগার কি হবে ভেবেই পাচ্ছিনা।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন