Chanditala: চন্ডীতলা সোনার দেকানে ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ,গ্রেফতার দুই ভীন রাজ্যের দুষ্কৃতি

সেখ আব্দুল আজিম, হুগলি: ক্রেতা দোকানে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতি! চন্ডীতলার বরতাজপুরের একটি সোনার দোকানে এই ঘটনার সিসিটিভির ফুটেজে গহনা হাতানোর দৃশ্য ধরা পরেছিল।এই ঘটনায়  অভিযুক্ত  দুইজনকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 


হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন আজ চন্ডীতলা থানায় সাংবাদিক বৈঠকে বলেন,গত ২৯ জুন অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়।চন্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল খুব ভালো কাজ করেছেন।তার নেতৃত্বে একটি টিম গতকাল নিউটাউন এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে।

ধৃতদের একজনের নাম তালিব হোসেন যিনি মধ্যপ্রদেশের সেন্ধুয়ার বাসিন্দা ও  আর একজন মেহদি হোসেন উড়িষ্যার ধোবিপাড়া নোয়াপাড়ার বাসিন্দা।

অভিযুক্তরা অপরাধ সংগঠিত করতে যে বাইকটি ব্যবহার করেছিল সেই বাইকটিকেও  বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশ সুপার জানিয়েছেন,বাইকটির নম্বর দেখে সন্দেহ হয় কারন WB 68 A0305  এই নম্বর নিজেরাই বসিয়েছিল দুষ্কৃতিরা।

বরতাজপুর সোনার দোকানে এই ঘটনার পর দিন দুয়েক আগে চন্ডীতলা থানা থেকে ব্যবসায়ীদের নিয়ে  একটি সমন্বয় বৈঠক করা হয় ।পুলিশ সুপার তা মনে করিয়ে দিয়ে বলেন,অপরাধ হওয়ার আগে তা ঠেকাতে পারাটাই বড় কাজ।সেই চেষ্টাই করতে হবে।


অভিযুক্তদের রিমান্ডে নিয়ে গহনা উদ্ধার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।ব্যবসায়ী সেখ জাকির হোসেন বলেন,পুলিশ চারদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে।পুলিশ ভালো কাজ করেছে।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন