নিউজ ডেস্ক - অপেক্ষার অবসানের পর দেশে ফিরলেন বিশ্বকাপ জয়ীরা। টি-২০ বিশ্বকাপ জয়ের পরও হ্যারিকেন বেরিলের দাপটে বার্বাডোজেই আটকে ছিলেন ভারতীয় শিবির। তাই কোটি কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটাতে বিশেষ চার্টার্ড ফ্লাইটেই বার্বাডোজ থেকে দিল্লিতে উড়িয়ে আনা হল বিশ্বকাপজয়ী দলকে। আজ দিনভর কর্মসূচিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে বিশ্বকাপ নিয়ে হুড খোলা বাসে রোড শো এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে জোরকদমে।
আজ, বৃহস্পতিবার ভোর ৬টা ৫ মিনিটে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী ভারতীয় দল পৌঁছায়। কাতারে কাতারে ক্রিকেটপ্রেমীদের ভিড় জমে বাইরে। এক ঝলক দেখার অপেক্ষা বিশ্বকাপ জয়ী টিমকে। টিম বাসে ওঠার সময়ই ভক্তরা দেখতে পান রোহিত-বিরাটের। বিমানবন্দর থেকে সরাসরি দিল্লির আইটিসি মৌর্য্য হোটেলে যাচ্ছে টিম ইন্ডিয়া।
আজ সকাল ১০টা বা ১১টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ভারতীয় ক্রিকেট দল। তাঁদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পরেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে ইন্ডিয়া টিম। বিকেলে প্রথমে হুড খোলা বাসে রোড শো করবেন বিশ্বকাপ জয়ী দল। দুই ঘণ্টা ধরে শহরের বিভিন্ন বিখ্যাত জায়গা, যেমন নারিম্যান পয়েন্ট, মেরিন ড্রাইভের পথ ধরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে পৌঁছাবে বাস। সেখানেও ভারতীয় শিবিরের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভক্তদের এই রোড শো-তে সামিল হতে বলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, “ইটস কামিং হোম।”