CRICKET জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি ম্যাচে জয় ভারতের,চিন্তায় ফেলছে ভারতের বোলিং পারফরম্যান্সে

 


নিউজ ডেস্ক - জিম্বাবোয়ের বিরুদ্ধে হার দিয়ে ভারতের সিরিজ শুরু হলেও পরপর দুটি জয়ে সিরিজে এগিয়ে গেল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। শুধুমাত্র চিন্তা বোলিং নিয়ে। কারণ, প্রতিপক্ষকে চাপে ফেলেও দ্রুত আউট করতে পারছে না তরুণ ভারতীয় দল। ভারত শেষ অবধি ২৩ রানে জিতলেও , সুযোগ থাকার সত্ত্বেও জিম্বাবোয়েকে অলআউট করতে পারল না ভারত। 

টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। ক্যাপ্টেন শুভমন গিল খেলেন অনবদ্য একটি ইনিংস। ব্যাটিং অর্ডারে পরিবর্তন হলেও পারফরম্যান্সে কোনো রকম ছাপ পড়েনি ঋতুরাজ গায়কোয়াড়েরও। ২৮ বলে ৪৯ রান করেন তিনি। বিশ্বজয়ী দলের সদস্য যশস্বী ২৭ বলে ৩৬ রান করেন। শেষ অবধি ৪ উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়ায় ১৮২ - তে। 

জিম্বাবোয়ের টার্গেট ১৮৩। বোলিংয়ের শুরুটা দুর্দান্ত পারফম্যান্স দিলেও ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয় ভারতের বোলিং আক্রম। তরুণ ভারতীয় ক্রিকেট দলে বিশ্বজয়ী দলের তিন সদস্য যোগ দেওয়ায় একাদশে বেশ কিছু বদল করতে হয়। চার স্পেশালিস্ট বোলার আবেশ খান, খলিল আহমেদ, রবি বিষ্ণোই এবং ওয়াশিংটন সুন্দর। পঞ্চম বোলার হিসেবে ব্যবহার করা হয় অভিষেক শর্মা ও শিবম দুবেকে। পাওয়ার প্লে-তেই তিন উইকেট নেয় ভারত। পাওয়ার প্লে শেষ হতেই বোলিং করতে আসেন ওয়াশিংটন। সপ্তম ওভারে জোড়া উইকেট তুলে নেন তিনি। এরপর ব্রেক থ্রু দিতে ব্যর্থ ভারতীয় বোলিং।

মাত্র ৩৯ রানে পাঁচ উইকেট। জিম্বাবোয়েকে দ্রুতই অলআউট করবে ভারত, এমনই প্রত্যাশা ছিল সকলের। ডিওন মেয়ার্স ৪৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। ৩৭ রানের প্রশংসনীয় ইনিংস ক্লাইভ মাডান্ডের। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তোলে জিম্বাবোয়ে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন