নিউজ ডেস্ক - ম্যাচ জিতে ৩-১ এগিয়ে সিরিজ হাতের মুঠোয় করে নিলো ভারত। ভারতের তরুণ ক্রিকেটারদের এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জেতার লক্ষ্য অবশেষে পূরণ হল।জিম্বাবোয়ে সফরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। টস জিতে এই ম্যাচে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন শুভমন গিল। ওপেনিং জুটি দুর্দান্ত খেলে জিম্বাবোয়ের। ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই এবং পার্টটাইম স্পিনার অভিষেক শর্মা রান আটকান। উইকেটের দিক থেকে ভারতের সফলতম বোলার ছিলেন খলিল আহমেদ। তিনি ২ উইকেট নিয়েছেন।
শেষ অবধি ৭ উইকেটে ১৫২ রান করে জিম্বাবোয়ে। ভারতের কাছে ১৫৩ রানের টার্গেট বড় বলা যায় না। তবে এতটা সহজে ম্যাচ জিতে যাবে , সেটা প্রত্যাশা করানি ভারত। বিনা উইকেটেই ম্যাচ জয় ভারতের। সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও জিতে নিল ভারত।
Tags
sports