CRICKET ভারতীয় তরুণ ক্রিকেটারদের দল সিরিজ জেতার ট্র্যাডিশন বজায় রাখলেন

 

নিউজ ডেস্ক - অবশেষে ফটোসেশনে ট্রফি রইল তরুণ ভারতীয় ক্রিকেট দলের হাতে। সিরিজ জয়ের মধ্যে দিয়ে সকলের মনও জিতে নিয়েছে এই তরুণরা। সিরিজের শুরুটা ক্যাপ্টেন শুভমন গিল এবং তরুণ ভারতীয় দলের ভালো হয়নি। সিরিজের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু। কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়ায় টিম। পরপর চার ম্যাচ জেতে এবং এক ম্যাচ বাকি থাকতে সিরিজও জিতে নেয়।কিন্তু ক্যাপ্টেনের লক্ষ্য ছিল জয় দিয়েই সিরিজ শেষ করার।আর সেই লক্ষ্য পূরণও হয়েছে। শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৪২ রানে হারিয়ে ৪-১ - এর বিশাল ব্যবধানে সিরিজ জিতল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় তরুণ ক্রিকেটারদের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ভাইস ক্যাপ্টেন সঞ্জুর অনবদ্য হাফসেঞ্চুরি এবং মিডল ও লোয়ার অর্ডারের অবদানে জিম্বাবোয়েকে ১৬৮ রানের টার্গেট দেয় ভারত। রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় জিম্বাবোয়ে। মুকেশ কুমার গত দু-ম্যাচে বিশ্রামে ছিলেন। একাদশে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেন । পাওয়ার প্লে-তেই ২ উইকেট তুলে নেন মুকেশ। সব মিলিয়ে ম্যাচে চার উইকেট। অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ২ ওভারে মাত্র ৭ রান দেন। শিবম দুবে নেন ২ উইকেট। মাত্র ১২৫ রানেই জিম্বাবোয়েকে অলআউট করে শেষ ম্যাচে ৪২ রানের বিশাল ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। ট্রফি নিয়ে তুলে দিলেন এই সিরিজে অভিষেক হওয়া ক্রিকেটারদের হাতেই। আর ভারতীয় ক্রিকেটে এই ট্র্যাডিশনই তো চলে আসছে বরাবর।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন