CRICKET আজ থেকে শুরু মহিলাদের এশিয়া কাপ ,ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে

 


নিউজ ডেস্ক - আজ থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ। এই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টর সবথেকে বড় আকর্ষণ হল ভারত-পাক ম্যা। এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল হল ভারত। অমোল মুজুমদার ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হওয়ার পর থেকে পারফরম্যান্সে আরও উন্নতি হয়েছে। উঠে এসেছে বেশ কিছু নতুন প্লেয়ার্সও। টুর্নামেন্টের দুর্দান্ত শুরুতেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত করাই লক্ষ্য হল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের।

এ বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারলে ভারতীয় টিমের আত্মবিশ্বাস বাড়বে। এশিয়া কাপে ভারত যে শুরু থেকেই দাপট দেখানো শুরু করবে তা স্পষ্ট করে দিয়েছেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তবে একটা চিন্তার বিষয় অবশ্য রয়েছে। ভারতের সেরা ব্যাটার স্মৃতি মান্ধানা দুর্দান্ত ফর্মে থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তাঁর পরিসংখ্যান স্বস্তির নয়। জন্মদিন কাটিয়ে এ বার হয়তো নিজেকেই সেরা ইনিংস উপহার দেওয়ার লক্ষ্যে মাঠে নামবেন তিনি।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, "এই টুর্নামেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টুর্নামেন্টকেই আমরা সম্মান দিই। আমাদের ফোকাস থাকবে বিশ্বকাপের প্রস্তুতিতে। সে কারণে প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব। চেষ্টা করব, দাপুটে পারফরম্যান্স এবং এই টুর্নামেন্ট উপভোগ করার।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন