নিউজ ডেস্ক - টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা। আর তাই এইবারে টি২০ ফর্ম্যাটের নতুন অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার সফর দিয়ে ভারতের জাতীয় দলের কোচ হিসাবে নিজের ইনিংস শুরু করবেন গৌতম গম্ভীর।
বৃহস্পতিবার বিসিসিআই আসন্ন শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করেছে । আর সেই টি২০তে ভারতের সম্ভাব্য একাদশে কারা আছেন তা জেনে নেওয়া যাক -
১.সূর্যকুমার যাদব
২.শুভমন গিল:
৩.যশস্বী জয়সওয়াল:
৪.সঞ্জু স্যামসন:
৫.হার্দিক পাণ্ড্য
৬.রিঙ্কু সিংহ:
৭.অক্ষর পটেল
৮.ওয়াশিংটন সুন্দর:
৯.রবি বিষ্ণোই
১০.মহম্মদ সিরাজ:
১১.আরশদীপ সিংহ
Tags
sports