নিউজ ডেস্ক -সকাল সকাল দিল্লি বিমানবন্দরে চ্যাম্পিয়ন টিমকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাজারো ক্রিকেট সমর্থক। ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে বেরোনোর পরই রোহিতের নামে ধ্বনি। রোহিতও বেশ কয়েক বার ট্রফি তুলে দেখার সুযোগ করে দিয়েছেন সকলকেই। টিম বাসে হোটেলে ফেরার পথেও একই ভিড়। রোহিত জানালা থেকে ট্রফি দেখাচ্ছেন, সমর্থকদের হাতে দেশের পতাকা।
টিম হোটেলে পৌঁছনোয় রোহিতদের প্রথাগত ভাবে স্বাগত জানানো হয়। তাল মিলিয়ে নাচলেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। বিমানযাত্রার সব ক্লান্তি যেন মুছে গেলো শরীর থেকে। দিনভর আরও নানা অনুষ্ঠানই রয়েছে টিম ইন্ডিয়ার। এমন মুহূর্ত তো আর বারবার আসে না!
Tags
sports