নিউজ ডেস্ক - ভারতীয় ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল থেকে। বিশ্বকাপের পরই এই সিরিজ হওয়ায় সিনিয়রদের বিশ্রামের কথা ভাবা হলেও বিশ্বকাপ জয়ের পর বিরাট, রোহিত, জাডেজা একে একে তিনজনই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এ বার তরুণ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে নতুন শুরুর কাল প্রথম ম্যাচ।আর তার আগে সাংবাদিক সম্মেলন করেন ক্যাপ্টেন শুভমন গিল নার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে সামান্য। বয়সভিত্তিক ক্রিকেট বাদ দিলে, সিনিয়র টিমে গত আইপিএলেই নেতৃত্বের মাধ্যমে তার অভিষেক। এই বার তিনি দেশের নেতা।
জিম্বাবোয়ে সিরিজের স্কোয়াড ঘোষণার পর থেকেই কম্বিনেশন নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে নজর রয়েছে, ওপেনিং কম্বিনেশনে। সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন শুভমন গিল নিশ্চিত করলেন যে , ওপেনিংয়ে তিনি রয়েছেন এবং তার ওপেনিং সঙ্গী প্রথম বার জাতীয় দলে সুযোগ পাওয়া অভিষেক শর্মা। অনূর্ধ্ব ১৯ স্তরে একসঙ্গে জাতীয় দলে খেলেছেন। এ বার সিনিয়র দলে সুযোগ হল অভিষেকেরও।
পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে ক্যাপ্টেন শুভমন বলেন, "অভিষেক শর্মা আমার সঙ্গে ইনিংস ওপেন করবে। তিনে ব্যাট করবে ঋতুরাজ।" ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওপেন করেন ঋতুরাজ গায়কোয়াড়ও। ওপেনিংয়ে অভিষেক থাকায় ডান ও বাঁ হাতি কম্বিনেশন দেখা যাবে ওপেনিং য়ে।