CRICKET প্রথম ম্যাচে শূন্যে আউট হলেও,দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দিলেন অভিষেক শর্মা

 


নিউজ ডেস্ক - একদিন আগেও পরিস্থিতি ও চিত্র দুই ছিল পুরোপুরি আলাদা। অভিষেক শর্মা , যিনি প্রথম ম্যাচে ৪ বলে শূন্য রানেই আউট হয়ে ফিরে যান,কাল তিনি শূন্যতসেই অভিষেক শর্মাই বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন। কী

প্রথম ম্যাচে মাত্র ১১৬ রান তাড়া করতে নেমে হেরে যায় ভারতীয় দল। শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দর ছাড়া কোনও ব্যাটার ক্রিজে সময় কাটাতে পারেননি। প্রথম ম্যাচে প্রচুর সমালোচিত হয়েছিলেন অভিষেক শর্মা। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকান। মাত্র ৪৬ বলে সেঞ্চুরির ঘরে পৌঁছন। ইনিংসের অষ্টম ওভারে তাঁর ক্যাচ ফসকেছিল। এরপর ৩০০-র বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। সেঞ্চুরির ইনিংসে ম্যাচের সেরার পুরস্কারও জিতে নিয়েছেন অভিষেক।

তিনি বলছেন, "কালকের হারের পর টিমের এই পারফরম্যান্স খুবই ভালো। সত্যি বলতে হার নিয়ে ভাবার মতো সময়ই ছিল না আমাদের কাছে।"

 আক্রমণাত্মক ব্যাটিং এবং সেঞ্চুরি প্রসঙ্গে অভিষেকে বলেন, "আমি মনে করি, টি-টোয়েন্টি মুহূর্তের ব্যাপার। যে কোনও সময়ই খেলার রং বদলে যেতে পারে। মনে হয়েছিল, আজকের দিনটা আমার। কোচ এবং ক্যাপ্টেনকে বিশেষ ধন্যবাদ। আমার উপর ভরসা রেখেছে।"

ক্যাচ মিসের পরই আক্রমণের ধার বাড়ান অভিষেক।সেই বিষয় তিনি বলছেন, "ওটার পর আরও বেশি করে মনে হয়েছিল, দিনটা আমার। আরও সুযোগ নেওয়া উচিত। দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত। উল্টোদিকে ঋতুর মতো সিনিয়র পার্টনার থাকায় সুবিধা হয়েছে। ও আমাকে লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করেছে। শট খেলার ক্ষেত্রে সবসময়ই আত্মবিশ্বাস রয়েছে। সেই ছন্দটা পেতে আর ফিরে তাকাইনি। আমার শুধু একটা কথাই মাথায় ছিল, যাই হোক আমি শট খেলে যাব। সেটাই চেষ্টা করেছি।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন