নিজস্ব সংবাদদাতা: প্রায় কুড়ি দিন অতিক্রান্ত এখনো ঘরে ফেরেনি ডানকুনির নিখোঁজ দুই স্কুল ছাত্রী। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জ,পশ্চিমবঙ্গে নারী নির্যাতন ও নারিপাচার বেড়েছে রাজ্যের পুলিশ নিস্ক্রয় অভিযোগ বিজেপির।বিজেপি নিজের চরকায় তেল দিক,বিজেপি শাসিত রাজ্যে মহিলারা কতটা নিরাপদে থাকে সেদিকে নজর দিক,এরাজ্যে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা আছে, দাবি তৃণমূলের।
উলেখ্য গত ১০ ই জুলাই টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয় ডানকুনি শ্রী রামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছিল ওই দিন স্কুল থেকে ফেরার পর সন্ধ্যা ছটা নাগাদ টিউশন পড়তে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়।নিখোঁজ হওয়ার দিনই ডানকুনি থানায় অভিযোগ জানায় দুই ছাত্রীর পরিবার। প্রায় কুড়ি দিনের উপর হয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি নিখোঁজ হওয়া দুই ছাত্রীর।
পুলিশ জানিয়েছে রাজ্যের গোয়েন্দা বিভাগের সহযোগিতা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল তরজা।এদিন নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের সাথে দেখা করে বিজেপির একটি প্রতিনিধি দল।দুই ছাত্রী পরিবারের সাথে কথা বলেন তারা।
বিজেপির নেত্রী তথা ডানকুনি পৌরসভার প্রাক্তন কাউন্সিলার মীনা কুমারী পাসওয়ান বলেন এরাজ্যে নারী নির্যাতন এবং নারী পাচারের মত ঘটনা ঘটলেও পুলিশ নিষ্ক্রিয়। পুলিশের উপর চাপ সৃষ্টি করবো যাতে মেয়ে দুটিকে বাড়িতে ফিরিয়ে আনা যায়।
অন্যদিকে বিজেপির মন্তব্যকে কটাক্ষ করেছেন ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ রাহা তিনি বলেন পুলিশ এই ঘটনায় তৎপরতার সাথে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।আর বিজেপি কে বলবো ওরা নিজের চরকায় তেল দিক,বিজেপি শাসিত রাজ্যে মহিলারা কতটা নিরাপদে থাকে সেদিকে নজর দিক,এরাজ্যে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা আছে ।এবিষয়ে পুলিশের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।