Dankuni -তে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পুরসভার! JCB দিয়ে ভেঙে দেওয়া হল দোকানপাট

নিজস্ব সংবাদদাতা: আবারও চললো বুলডোজার,এবার ডানকুনিতে।ক্ষুদ্ধ ব্যবসায়ীরা,তাদের দাবি সরকার যা করবে তাই মেনে নিতে হবে, মারলেও বুক পেতে দিতে হবে।সৎ ভাবে কি করে সংসার চালাবো ?প্রশ্ন ব্যবসায়ীদের।

এদিন ডানকুনিতে বেআইনি ফুটপাত দখলদার দের উচ্ছেদ অভিযান শুরু করে ডানকুনি পৌরসভা। ডানকুনি রেল ব্রিজের নিচে অস্থায়ী দোকানপাট জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়। আগামীতেও বিভিন্ন জায়গায় অবৈধ ফুটপাত দখলদার দের উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছি পুরসভা।

অন্যদিকে এই অভিযানে ক্ষুদ্ধ ছোট ছোট ব্যবসায়ীরা।তাদের দাবি দোকান ভেঙে দিলেও কিছু করার নেই তাদের সরকারের বিরুদ্ধে কী করা যাবে ?সরকারের সাথে লড়াই করার ক্ষমতা নেই আমাদের সরকার যেটা করবে সহ্য করে নিতে হবে।মারলেও বুক পেতে দিতে হবে।

ক্ষুদ্র এক চা ব্যবসায়ী বলেন চায়ের দোকান চালিয়ে সংসার চালাতাম এবার কি খাবো বলুন? সৎ ভাবে কি করে চলবো।দোকানের মাল পত্র সরানোর সময় দিল না সব ভেঙে দিল।

যদিও ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহ জানান যারা অবৈধ ভাবে জায়গা দখল করে রেখেছিল তাদের খালি করার অনুরোধ করা হয়েছিল যারা স্থায়ী ভাবে দখল করে রেখেছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই সব জায়গা খালি করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন