নিজস্ব সংবাদদাতা: রেল লাইনে কাটা পড়ে মৃত্যু মায়ের, দেহাংশ বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা ছেলের, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে ডানকুনির ১০ নং রেল গেট সংলগ্ন এলাকায়।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, ডানকুনি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ডলি ঘোষ সকালে বাজার করতে যাওয়ার সময় ডানকুনির ১০ নং রেল গেট সংলগ্ন এলাকায় রেল লাইন পারাপার করার সময় ট্রেনে কাটা পরেন। খবর পেয়ে দেহ উদ্ধারের কাজ শুরু করেছে রেল পুলিশ।
অন্যদিকে প্রত্ক্ষদর্শীদের দাবি মহিলা রেল লাইনে কাটা পড়ার পরই ঘটনাস্থলে আসে তার ছেলে সুখেন ঘোষ এবং মায়ের দেহাংশ বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে। মায়ের কাটা মাথা নিয়ে রেল লাইনের ধারে ঘোরাফেরা করে। স্থানীয়রা দেখে রেল পুলিশ ও ডানকুনি থানার পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের আরও দাবি ছেলে সুখেন ঘোষ মানসিক ভারসাম্য হীন।