DIGHA মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ জন , উদ্ধার ২ জনের মৃতদেহ কিন্তু নিখোঁজ ১ জন



নিউজ ডেস্ক - মঙ্গলবার সকালে মন্দারমণিতে সমুদ্র স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন তিন বন্ধু। কৌশিক মন্ডল ও সমর চক্রবর্তী নামে দুজনের মৃতদেহ উদ্ধার করা গেলও নিখোঁজ একজন।সূত্রের খবর, ৬ বন্ধু মিলে দুর্গাপুর থেকে মন্দারমণি গিয়ে সমুদ্রের ধারের একটি রিসর্টে ওঠেন । মঙ্গলবার সকালে তাঁদের সমুদ্রের নামতে দেখেন সেখানে উপস্থিত অনেকেই। এরপর জলে তাঁরা ক্রমশ দূরে চলে যান এবং জলে হাবুডুবু খেতে থাকেন। ঠিক সেই সময় তাঁদের ছয় জনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রের খবর, একজন এখনও নিখোঁজ রয়েছেন। আরও দু’জনকে উদ্ধার করে বড়রংকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে পরিচয় জানা গেলেও তাঁদের ঠিকানা এখনও জানা যায়নি। এখনও পুলিশ সকলের নাম, ঠিকানা ঠিক মতো বলতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্দারমণি কোস্টাল থানার ওসি সহ পুলিশ কর্মীরা। ওই ছয় যুবক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখছেন পুলিশ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন