নিউজ ডেস্ক -বুধবার ডর্টমুন্ডে নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে হারিয়ে আবার ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। ফাইনালে তাদের সামনে রয়েছে স্পেন।
জ়াভি সিমন্স নেদারল্যান্ডসকে এগিয়ে রাখলেও হ্যারি কেন এবং অলি ওয়াটকিন্সের গোলে জয় হল ইংল্যান্ডের।
দ্বিতীয়ার্ধে যখন কোনো উত্তেজনা ছিল না , ঠিক তখনই বড় পরিবর্তন করলেন সাউথগেট। গোলদাতা হ্যারি কেনের জায়গায় নামালেন অলি ওয়াটকিন্সকে। আর কোল পামার এলেন ফিল ফোডেনের পরিবর্তে। সংযুক্তি সময়ে সেই ওয়াটকিন্সের গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ইংল্যান্ড। কাজ করে গেল সাউথগেটের চাল। আগামী রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড।
Tags
sports