নিউজ ডেস্ক - গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক একাদশ শ্রেণীর ছাত্র।ছাত্রের নাম সুরজ বর্মন।ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে উত্তর বন্দর থানা এলাকায়।
সূত্রের খবর, ওইদিন বিকেলে চারটে নাগাদ চম্পাতলার ঘটে স্নান করতে নেমেছিল।স্নান করতে গিয়ে আচমকা সে তলিয়ে যায়।স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ পুলিশ ও বিপর্যয় বাহিনীকে খবর দেন।
Sad
উত্তরমুছুন