নিউজ ডেস্ক - গত পাঁচ দিনে অসুস্থ হয়ে ৬ টি শিশুর মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দোরের একটি বেসরকারি হোমে। হোমটিতে কলেরা ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। জেলা প্রশাসনের তদন্তের মাধ্যমে বিভিন্ন অনিয়মের কথা জানা যাচ্ছে । কিছুদিন আগে ৫০ জন শিশুর ভর্তির সময়ে প্রাথমিকভাবে খাদ্যের মধ্যে বিষক্রিয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে ।
সূত্রের খবর , গত ২৯ জুন রাতে শ্রী যুগপুরুষ ধাম বাল আশ্রমে অঙ্কিত গর্গ নামে এক শিশু প্রথমে মারা গেলে , তার শেষকৃত্য লুকোচুপি করে করা হয়ে । ফলে ইতিমধ্যে সেই আশ্রমের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে ।
উল্লেখযোগ্য বিষয়, কলকাতার বিধাননগরের ১৫ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার বাসিন্দা প্রবীর সেন কলেরায় আক্রান্ত হয়েছেন ।
Tags
India