নিউজ ডেস্ক - মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্ডলা জেলায় বমি, পেট ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে প্রায় সব বাড়িতে। ডায়েরিয়া ও জলবাহিত রোগেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে শিশু ও মহিলা সহ সাতজনের। গুরুতর অসুস্থ হয়েছেন কমপক্ষে ১৫০ জন।পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে এপিডেমিক কন্ট্রোল টিম।
জেলা মহামারি নিয়ন্ত্রক আধিকারিক ডঃ যতীন্দ্র ঝারিয়া জানান," দেবরাহা বাহমণি গ্রামের ৪ বাসিন্দা এবং মাধোপুর গ্রামের ৩ বাসিন্দার মৃত্যু হয়েছে ডায়েরিয়ায়। অসুস্থ আরও ১৫০ জন।" প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, জল বা খাবারে সংক্রমণ থেকেই রোগ ছড়িয়েছে। বহু রোগী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি। অনেকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
একসাথে এত মানুষ অসুস্থ হওয়ার খবর পেতেই জেলা প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার শুরু করা হয়েছে। হেলথ সুপারভাইজরকেও সাসপেন্ড করা হয়েছে। আরও দুই আধিকারিককে শোকজ নোটিস দেওয়া হয়েছে।