HFC Chakdaha: নদীয়া জেলার চাকদহে উদ্বোধন হয়ে গেল শীততাপ নিয়ন্ত্রিত HFC-র নতুন আউটলেটের

নিজস্ব সংবাদদাতা: খাদ্য রসিকদের কাছে খাবারের এক নতুন সম্ভার নিয়ে এল HFC। 



সারা রাজ্য জুড়ে ৬৫ টিরও বেশি আউটলেট তারা ইতিমধ্যেই আরম্ভ করতে সক্ষম হয়েছে। এবার তারা নদিয়া জেলার চাকদহে এক বিশাল আউটলেটের শুভ আরম্ভ করল। ২৮শে জুলাই অর্থাৎ রবিবার নতুন এই আউটলেটের শুভ উদ্বোধন করা হল ফিতে কেটে। 
যেখানে পরিবেশ বান্ধব বাতানুকূল কক্ষে বসে খাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন। গুনে উৎকৃষ্ট ও দাম সাধ্যের মধ্যেই বলে জানান এই আউটলেটের কতৃপক্ষ। উদ্বোধনের সাথে সাথেই দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।‌

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন