নিজস্ব সংবাদদাতা: খাদ্য রসিকদের কাছে খাবারের এক নতুন সম্ভার নিয়ে এল HFC।
সারা রাজ্য জুড়ে ৬৫ টিরও বেশি আউটলেট তারা ইতিমধ্যেই আরম্ভ করতে সক্ষম হয়েছে। এবার তারা নদিয়া জেলার চাকদহে এক বিশাল আউটলেটের শুভ আরম্ভ করল। ২৮শে জুলাই অর্থাৎ রবিবার নতুন এই আউটলেটের শুভ উদ্বোধন করা হল ফিতে কেটে। যেখানে পরিবেশ বান্ধব বাতানুকূল কক্ষে বসে খাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন। গুনে উৎকৃষ্ট ও দাম সাধ্যের মধ্যেই বলে জানান এই আউটলেটের কতৃপক্ষ। উদ্বোধনের সাথে সাথেই দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।