Hooghly: গুজবের জেরে গণপিটুনি রুখতে অভিনব ব্যবস্থা হুগলির গ্রামীণ পুলিশের

 নিজস্ব সংবাদদাতা, হুগলি: গুজবের জেরে গণ পিটুনি রুখতে এবার অভিনব উদ্যোগ হুগলি গ্রামীন পুলিশের। মাইকিং প্রচারের পাশপাশি আরও একধাপ এগিয়ে গেল হুগলির গ্রামীণ পুলিশ। গ্রামীণ পুলিশের সমস্ত থানার ফোন নম্বর এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট আকারে ফোন নম্বর দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। এমনকি বিভিন্ন এলাকায় দেওয়ালে দেওয়ালে থানার ফোন নম্বর লেখা পোস্টার লাগানো হচ্ছে গ্রামীন পুলিশের পক্ষ থেকে।


ইতি মধ্যেই গুজবের জেরে গণপিটুনির ঘটনায় প্রাণ গিয়েছে একাধিক মানুষের। এই ঘটনা রুখতে নবান্ন থেকে একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত জেলার পুলিশ আধিকারিক দের কাছে।এর পরই হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

হুগলি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন, গত কয়েক দিন ধরে লাগাতার মাইকিং প্রচার করা হচ্ছে যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না এবং গুজব ছড়াবেন না।


পাশাপাশি হুগলি গ্রামীণ পুলিশের সমস্ত থানার নম্বর পোস্টারিং করা হচ্ছে।কেউ গুজব সৃষ্টি করলে থানায় জানালে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুবা আইন কেউ নিজের হাতে তুলে নিলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন