নিজস্ব সংবাদদাতা, হুগলি: এ যেন দড়িতে সর্পভ্রম! ঘড়িয়াল দেখে কুমির ফলে আতঙ্ক ছড়ায় হুগলির গঙ্গায়!
বেশ কয়েকদিন ধরে হুগলির রিষড়া কোন্নগরও হিন্দমোটর এলাকার গঙ্গার ঘাটে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে কয়েকটি ঘড়িয়ালকে। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে গঙ্গাপারের বাসিন্দাদের। অনেকেরই দাবি তারা একসঙ্গে জলে দুটো তিনটে মেছো কুমির দেখেছেন।
কোন্নগর ফেরিঘাটের এক নৌকা চালক নিজের মোবাইল ফোনে ঘড়িয়ালের জলে ভেসে বেড়ানোর ভিডিও করেছেন। তার দাবি তিনি একবার একসঙ্গে দুটি সরীসৃপ জলে ভাসতে দেখেছেন, যাদের দৈর্ঘ্য কম করে দশ ফুট হবে। যা দেখে ভয় পেয়ে যান নৌকার যাত্রীরা।
উল্লেখ্য এর আগে একবার হুগলির গঙ্গায় সত্যি সত্যি কুমিরের দেখা মিলেছিল। শেওড়াফুলি ঘাটে একটি মৃত কুমির উদ্ধার করেছিল বন দফতর। পরবর্তীতে সেই কারণেই স্থানীয় মানুষজন আতঙ্কে রয়েছেন, ভয় পাচ্ছেন গঙ্গায় স্নান করতে নামতে।
তবে বন দফতর সূত্রে জানা গেছে জলে ভাসতে দেখা প্রাণীগুলি ঘড়িয়াল । এরা মিস্টি জলের প্রাণী। মাছ খায়।হুগলির বলাগড়ের চর খয়রামারি সবুজদ্বীপ এলাকায় এদের দেখা যায়।বর্তমানে গঙ্গার অন্যান্য জায়গাতেও দেখা মিলছে। এরা সাধারণত কোনো ক্ষতি করে না উল্টে ভয় পায়।তাই বিলুপ্তপ্রায় এই জলজ প্রানীকে আতঙ্কের কারণে যাতে কেউ না মারে তার জন্য প্রচার চালানো হবে জানা গেছে।