নিজস্ব সংবাদদাতা ,হুগলি: উল্টো রথে মাসির বাড়ি থেকে বাড়ি ফিরলেন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা। মাসির বাড়ি আটদিন কাটিয়ে আজ নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফিরলেন জগন্নাথ দেব। মহাসাড়ম্বরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা পালিত হল মাহেশে।
রথযাত্রার আট দিন পরে নবম দিন মাহেশে পালিত হল জগন্নাথ দেবের পুনঃযাত্রা। এই উপলক্ষে মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। রথযাত্রার মতোই উল্টো রথযাত্রাতেও জগন্নাথ ভক্তদের দর্শন দেন।
নিয়ম মেনে উল্টো রথে দক্ষিন দিকে রথের টান হয়। আর জগন্নাথ দেব দক্ষিনা কালী রূপে রথের উপর বিরাজ করেন। মনে করা হয় উল্টো রথে জগন্নাথ দর্শন করলে বহু পুণ্য লাভ করা হয় তাই উল্টোরথ উপলক্ষেও ভক্তদের ঢল নেমেছিল মাহেশে।
মাহেশের সেবাইতরা জানান, এবছর ৫৩ বছর পর বিশেষ যোগ পরেছে তাই আজ জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়।দুপুর আড়াইটার পর সুভদ্রা বলরাম জগন্নাথদেব পরপর রথে উঠে এবং তারপর শুরু হয় নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা।