নিউজ ডেস্ক - বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মাজু অঞ্চলের ফিঙ্গাগাছি এলাকায় একটি গ্যাস ফ্যাক্টরির পিছনে মাঠ থেকে উদ্ধার হল এক ব্যক্তির কঙ্কাল।স্থানীয় সূত্রে খবরে জানা যাচ্ছে, মাজু এলাকায় একটি গ্যাস ফ্যাক্টরির পিছনে মাঠে এক ব্যক্তি কাজে গিয়েছিলেন। তখনই তিনি মাঠের মধ্যে কঙ্কালটি পড়ে থাকতে দেখেন। সেই মুহূর্তেই পুলিশকে খবর দেওয়া হয়।
সূত্রের খবর,কঙ্কালটি হল বোজানন্দ গোস্বামী নামে এক ব্যক্তির। গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছিল। কিন্তু এরপর কঙ্কালটি দেখতে পেয়েই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই কঙ্কাল উদ্ধারের বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের তড়িঘড়ি খবর দেয়।
এরপরই নিখোঁজের পরিবারের লোকেরা এসে কঙ্কালটি শনাক্ত করেন। ওই কঙ্কালটি বেজানন্দের বলেই জানান তাঁরা। পরিবারের দাবি করছেন যে, কঙ্কালটির পাশে একটি ধুতি ও গামছা পড়েছিল। এই পোশাক বেজানন্দের বলেই দাবি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। ওই কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।